Change Maker Party
At Change Maker Party, we are progressive honest, transparent, and against corruption, political violence. Basic Rights for every poor Bangladeshi is our First Priority.
Our slogan “Basic Needs, Not Charity”
No One Hungry, No One Homeless: Dignity for All, this is what we want to achieve. Our main focus is education reforms that will ensure job guarantees for every graduate.
We believe in “Open Financials”.
We Publish real-time donation records and budgets on our website showing exactly where the money goes. Fundraising through small donations and crowdfunding can sustain the campaign while maintaining transparency.
We conduct public “Transparency Audit” of our party and live-stream our internal meetings to demonstrate accountability.
We want to get 50,000 supporters for our political party.
We want to recruit 500+ volunteers, each tasked with mobilizing 100 supporters for our party.
We offer volunteer roles to students and partnership with progressive student union.
We want to build People-First Campaign and Grassroots Mobilization.
We will do Door-to-Door Canvassing to each of 12 crores voters and will train our 50,000 supporters and volunteers to visit their homes, we will engage students and women’s groups so that we can build a strong volunteer base.
We will run a nationwide “Clean Politics Pledge” with a goal of 50,000 signatures.
একাত্তরের যুক্তি গরীবের মুক্তি is our spirit and slogan.
No home without food, no person without shelter — this is the Bangladesh we want.
Light in education, care in health — we’ll build a new Bangladesh together.
Other parties loot billions in the name of mega projects. We say — basic needs before mega projects! They build bridges, we’ll build schools
and Distribute free meals to every school going poor child. They launder money abroad, we’ll build 24/7 clinics and medical diagnostic centers in every Upazila and Self-sufficient hospitals (স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল) in every district, you don’t have to travel outside of your district for medical treatment.
Your support isn’t just a support— it’s a plate of rice for a hungry child, a pair of shoes for a laborer, a roof for a homeless family. Join our party, save Bangladesh.
Interested to join? Email us at join@cmpbd.org
আমরা কিন্তু কমিউনিস্ট বাম নই। আমরা মধ্যবাম ধারার দল। আমরা হয়ত কিছুটা বাম ঘেষা কিন্তু আসলে আমরা মধ্যপন্থী, এবং বৈদেশিক বাণিজ্য, জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জাতীয়তাবাদী। সুতরাং কমিউনিস্ট বামপন্থীদের সকল নীতি ঢালাওভাবে আমরা সমর্থন করি না। কমিউনিস্ট শাসন একটি একদলীয় ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা হবার কারনে আমরা কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে। জনগণের ক্ষমতায়ন, ভোটের অধিকার ও গণতান্ত্রিক শাসন কাঠামোর আওতার মধ্যে থেকে বৈষম্য কমানোর যে সাম্যবাদী নীতি- আমরা এটিকে সমর্থন করি।
আমরা সীমিত বামপন্থী। অনেকটা আমেরিকার ডেমোক্র্যাট পার্টির মতোই। আমরা মুসলমানদের মধ্যে ধর্ম নিয়ে অন্ধবিশ্বাস, কুসংস্কার- যেমন বট গাছকে শিরক বানিয়ে কেটে ফেলা, বিখ্যাত এবং ঐতিহ্যবাহী সুপরিচিত কোন কবিতা গানের কোন অংশকে হঠাৎ শিরক ট্যাগ দেয়া, নারীদের বিভিন্ন ক্ষেত্রে বাধা দেওয়া, গণমাধ্যমের উপর সহিংসতার চেষ্টা করা, যত্রতত্র সবকিছুকে ঢালাওভাবে মুশরিক বা তাওহীদ বিরোধী হিসেবে উপস্থাপন করা, হারাম হিসেবে উপস্থাপন করা, নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, মানবাধিকার, নারীর ন্যায় সংগত অধিকার, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদ, বৈচিত্র্যময় সমাজ ব্যবস্থার ইত্যাদির বিরুদ্ধে রাজনৈতিকভাবে ইসলামকে ব্যবহার করাকে আমরা সমর্থন করি না। অতিচরমপন্থী সালাফি-জিহাদি ও উগ্র ওয়াহাবিবাদকে আমরা সমর্থন করি না। আমরা ভিন্নমতের উপর পাশ্চাত্পদ ধর্মীয় মৌলবাদীদের ক্রমবর্ধমান উগ্র, অসহনশীল আচরণ ও মব জাস্টিসের বিরুদ্ধে। আমরা শান্তির ধর্ম ইসলামকে ব্যবহার করে অশান্তি করার বিরুদ্ধে, কারণ আমরা চাই একটি অগ্রসর, বিজ্ঞানমনস্ক, আধুনিকতাবাদী, বাঙালি মুসলিম সমাজ। আমরা প্রগতিশীল, সহনশীল, পরমতসহিষ্ণু আধুনিক মুসলমান বাঙালি হতে চাই।
অর্থনীতির ক্ষেত্রে আমরা ঢালাওভাবে পুঁজিবাদের বিপক্ষে নই। একইভাবে আমরা ঢালাওভাবে সমাজতন্ত্রকে সমর্থন করি না। আমরা কমিউনিস্ট শাসনকে সমর্থন করি না। তবে সমাজতন্ত্রের কিছু কিছু ভালো দিক যেমন সম্পদ সৃষ্টি এবং আয় উপার্জনের ক্ষেত্রে বৈষম্য কমানোকে সমর্থন করি।
নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেন কম মূল্যে দরিদ্র ও সাধারণ মানুষ খেতে পারে এজন্য কৃষি ও ফসল উৎপাদনে রাষ্ট্রীয় ভর্তুকিকে আমরা সমর্থন করি। অতি দরিদ্র গরীব শ্রেণীর মানুষদের জন্য বিনামূল্যে, এবং মধ্যবিত্ত শ্রেণীর জন্য স্বল্প খরচে একটি জবাবদিহিমূলক এবং নজরদারির আওতায় থাকা জাতীয় চিকিৎসা ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা এতিম দরিদ্র শিশুদের সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে সরকারি হোস্টেলে রেখে উন্নত মানের শিক্ষার ব্যবস্থা, প্রতিটি নাগরিকের খাদ্য, বস্ত্র এবং উন্নত মানের বাসস্থানের ব্যবস্থা করতে রাষ্ট্রীয় গ্যারান্টি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দকে সমর্থন করি।
আমরা একটি সীমিত পুঁজিবাদি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র চাই (Welfare state), এবং আমরা market economy, Welfare capitalism কে সমর্থন করি।
এখানে একজন ব্যক্তি ব্যবসা করতে চাইলে অবশ্যই নিজের পুঁজি ব্যবহার করে ব্যবসা করতে পারবেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তির স্বাধীনতা শতভাগ সুরক্ষিত থাকবে। রাষ্ট্র চাইলেই সবকিছু জাতীয়করণ করতে পারবে না। একইভাবে এই ব্যবস্থায় কোন বিশাল কর্পোরেট দানব, গুগল বা ইলন মাস্কের মতো কেউ একজন এসে একচেটিয়াভাবে ব্যবসা করতে পারবে না, সবার রিজিক নষ্ট করতে পারবেনা। বাজারে সুস্থ প্রতিযোগিতা থাকবে, কিন্তু সিন্ডিকেট থাকবে না। মজুতদারি, কালোবাজারি থাকবে না। জনকল্যাণমূলক উদ্দেশ্যে এবং জনসমর্থনের ভিত্তিতে বাজারের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে।
আমরা বৃহৎ কর্পোরেট গোষ্ঠীকে সমর্থন করি না। আমরা চাই এসএমই খাত এগিয়ে যাক। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এগিয়ে যাক। দেশ সেবার সুযোগ পেলে আমাদের ইকনোমিক পলিসি হবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সুরক্ষা প্রদান করা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে যেন প্রাণ-আরএফএল জাতীয় বৃহৎ কোন শিল্পগোষ্ঠী খেয়ে ফেলতে না পারে সেজন্য প্রয়োজনীয় নীতি নির্ধারণ করা হবে, আইন প্রণয়ন করা হবে।
বৃহৎ শিল্পগোষ্ঠী এবং ধনীরা বেশি ট্যাক্স দিবে, বিলিয়নিয়ার ও অতি ধনিদের সম্পদ এবং টাকার একটা অংশ রাষ্ট্রের কাছে জমা রাখতে হবে যেটি দেশের দরিদ্র ও বিত্তহীনদের আর্থিক উন্নতিতে বিনা সুদে ব্যবহার করা হবে, পরবর্তীতে রাষ্ট্রের কাছে থেকে এটি উপযুক্ত সুবিধাজনক সময়ে বিলিয়নিয়াররা তাদের জমাকৃত টাকা ফেরত নিতে পারবে।
প্রফিট ম্যাক্সিমাইজেশন ব্যবসার মূল উদ্দেশ্য হবেনা। বছর বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ব্যবসার মূল উদ্দেশ্য হবেনা। ব্যবসার মূল উদ্দেশ্য হবে কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের কল্যাণ।
সরকারি সেবাকে গতিশীল, দুর্নীতিমুক্ত এবং হয়রানি মুক্ত করতে ডিজিটাল অটোমেশন করে কেরানীদের চাকরিগুলো বিলুপ্ত করা হবে। কিন্তু বেসরকারি খাতে কর্মসংস্থান কমে যায় এমন প্রযুক্তির ব্যবহারকে নিরুৎসাহিত করা হবে। ঢালাওভাবে শিল্প কারখানায় রোবটিক টেকনোলজি ব্যবহার করতে দেয়া হবে না এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহার সীমিত করা হবে। যে কাজ মানুষের জন্য করা ঝুঁকিপূর্ণ, মানুষের অঙ্গ হারানোর ঝুঁকি আছে, শুধুমাত্র সেসব ক্ষেত্রেই রোবট ব্যবহার করা হবে।
ব্যবসা অবশ্যই পরিবেশবান্ধব হতে হবে। পরিবেশ দূষণ করে এমন সমস্ত কলকারখানাকে পরিবেশ দূষণ বন্ধে প্রয়োজনীয় ইটিপি প্রযুক্তি প্ল্যান্টসহ অন্যান্য ব্যবস্থা বাস্তবায়ন করতে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
পরিবেশবান্ধব জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, সৌর বিদ্যুৎকে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এদেশের বিশাল সমুদ্র উপকূলে, প্রধান প্রধান নদীতে বৃহৎ বায়ু বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হবে। অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি উৎসগুলোকেও ব্যবহার করা হবে।
উচ্চ শিক্ষা গরিবদের জন্য ফ্রি থাকবে এবং গরিবদের জন্য সুচিকিৎসার ব্যবস্থার দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। এর জন্য প্রয়োজনীয় ভর্তুকি প্রদান করবে।
আমরা social democracy কে সমর্থন করে। আমাদের অর্থনৈতিক নীতি হবে একটি সীমিত পুঁজিবাদ যার ভিত্তি হবে social democracy, welfare capitalism, Social market economy।
Our Mission
আমাদের দল সকল মতের স্বপ্নবাজ মানুষদের মিলনমেলা হবে যাদের একটাই মিশন একটাই ভিসন সেটি হলো দেশকে বদলাতে মানবসেবাকে বেছে নেওয়া- সহিংসতা, দুর্বৃত্তায়নমুক্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা, জনগনের ক্ষমতায়ন, আইনের শাসন প্রতিষ্ঠা করা, সকল নাগরিকদের মৌলিক চাহিদা পুরনে মাঠে নেমে পড়া, দেশপ্রেমিক উদ্যোক্তা তৈরির লক্ষে প্রয়োজনীয় অনুকুল পরিবেশ সৃষ্টি করতে নির্বাচনে দাড়ানো, মেহনতি জনগণ ও লক্ষ বেকারের মুখে হাসি ফোটানোর জন্য একজন রাজনৈতিক স্বেচ্ছাসেবক হিসেবে নিজেকে উৎসর্গ করা, এবং নির্বাচনে জয়লাভ করে জনগণকে দেয়া ওয়াদা পূরণে মরিয়া হয়ে কাজ করা। আমরা মনে করি এই দেশকে বদলাতে কাউকে না কাউকে নিজেকে উৎসর্গ করতেই হবে, কাউকে না কাউকে এই মহান দায়িত্বটি নিতেই হবে।
আমাদের দলের প্রত্যেকেই
সমমনা হতে হবে

Join Us
দলে যোগদান করতে আমাদের প্রথমে ইমেইল করবেনঃ নাম, জেলা, এবং পেশা এবং অরিজিনাল ফেসবুক প্রোফাইলের লিংক উল্লেখ করবেন, এনআইডি কার্ডের ফ্রন্টসাইডের ছবি ইমেইলের সাথে এটাচ করবেন। join@cmpbd.org
এনআইডি কার্ডের ছবি কেন চাচ্ছি? কারন আমাদের দলে যেন অন্য কোন দলের গুপ্তচর না ঢুকতে পারে সেজন্য আপনার জেনুইন ফেসবুক প্রোফাইল এবং এনআইডি কার্ডের ফ্রন্টসাইডের ছবি ইমেইলের সাথে দিলে আমরা নিশ্চিন্ত থাকব।
আমাদের স্লোগানঃ
সমৃদ্ধি প্রগতি মর্যাদা
আমরা সবাই এগিয়ে যাব একসাথে
আমরা সবাই ধনী হবো একসাথে
আমাদের সবার সম্মান বাড়বে একসাথে

আমাদের আদর্শ এবং এজেন্ডা হচ্ছেঃ
আমাদের আদর্শ এবং রাজনৈতিক এজেন্ডা হচ্ছেঃ
১। যুক্তি ও জ্ঞান-ভিত্তিক একটি প্রগ্রেসিভ সমাজ বিনির্মাণ এবং দেশপ্রেমিক, উচ্চ নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক সমাজ গঠন করা,
২। দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ যেখানে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে কোন দায়িত্বশীল ব্যাক্তি দুর্নীতি করার সুযোগ পাবেনা এবং,
৩।সহিংসতা এবং সন্ত্রাসমুক্ত রাজনৈতিক পরিবেশ বিনির্মাণ যেখানে নানা কারনে প্রান্তিক হয়ে যাওয়া এবং শান্তিপ্রিয় ভদ্রলোকদেরও রাজনীতিতে এক্সেস থাকবে।

আমাদের মূলনীতি
আমাদের মূলনীতি হচ্ছে জনগনের ক্ষমতায়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠা। আমরা জনগণের ক্ষমতায়ন, আইনের শাসন প্রতিষ্ঠার এবং সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার গ্যারান্টি দিচ্ছি।
দুর্বৃত্তায়নমুক্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার পাশাপাশি আমাদের প্রথম অর্থনৈতিক এজেন্ডা হচ্ছে দেশপ্রেমিক, শ্রমিকবান্ধব উদ্যোক্তা তৈরি করা। লক্ষ বেকারের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগ গ্রহন করা।
জনগণের ভোটে নির্বাচিত হয়ে সকল নাগরিকদের প্রধান প্রধান মৌলিক চাহিদা পূরন করাই হবে আমাদের সর্বপ্রথম কাজ। শহরে কিংবা গ্রামে রাষ্ট্রীয় উদ্যোগে ডিজিটাল ব্যবস্থায় সকল শিশুর জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত একই মানের শিক্ষার ব্যবস্থা করা হবে, সকল নাগরিকদের তিন বেলা পুষ্টিকর খাবার, উন্নত পাকা বাড়ি, প্রতিটি গ্রাম এবং মহল্লায় পাকা রাস্তায় চলাচলের ব্যবস্থা গ্রহনের জন্য উদ্যোগ নেয়া হবে। অর্থের অভাবে কাউকে যেন চিকিৎসাহীন অবস্থায় থাকতে না হয়, কেউ যেন ভুল চিকিৎসার স্বীকার না হয় সেটি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা হবে এবং একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে এগুলো বাস্তবায়নের গ্যারান্টি দেয়া হবে। প্রকৃত গরীব, অভাবী, সামর্থ্যহীন মানুষদের ডিজিটাল ব্যবস্থায় একটি সঠিক ডাটাবেইজ গঠন করে তাদের জন্য রাষ্ট্রীয় উদ্যোগে স্বল্প খরচে গরমকাল এবং শীতকালে উপযোগী কয়েক সেট পোশাক প্রতি বছর সরবরাহ করা হবে।

এই দল কেন গঠন করা হয়েছে?
টাকার বিনিময়ে দল করবে এমন মানুষদের জন্য আমাদের দল না। আমরা কোন টিপিক্যাল টাকা কামানোর রাজনৈতিক দল নই। এই দল গঠন করা হয়েছে নির্বাচনের আগে এবং পরে বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাসেবার জন্য এবং নির্বাচনে বিজয় লাভের পরে মানবসেবা এবং দেশের সেবা জন্য।
জনগনকে দেয়া ওয়াদা নির্বাচনী পূরণ করতে ব্যার্থ হলে স্বেচ্ছায় পদত্যাগের মানসিকতা থাকতে হবে। মনে রাখবেন এই দল যারা প্রতিষ্ঠা করছে তারা জনগনের নিকট প্রদেয় প্রতিশ্রুতি ভঙ্গ করার থেকে, জনগণের বিশ্বাসের অমর্যাদা করার থেকে পদত্যাগকে শ্রেয়তর মনে করে। আমরা দায়িত্ব পালনে ব্যর্থতার ক্ষেত্রে পদত্যাগের সংস্কৃতিতে বিশ্বাসী।